অনলাইন ডেস্ক
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সর্দ্দি, কাশি, হাঁপানিসহ ঠাণ্ডাজনিত নানা রোগে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতেও প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন বৈরী আবহাওয়ায় শিশুদের রক্ষায় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, মাদারীপুর, গোপালগঞ্জ, ভোলা, বরিশাল ও দিনাজপুর জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। প্রকৃতির এমন বৈরী রুপ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে তাপমাত্রা কিছুটা বাড়বে।
তবে আবহাওয়া অফিস বলছে, আগামী ১৭ ও ১৮ই জানুয়ারি দেশের অনেক স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ২০শে জানুয়ারির পর তাপমাত্রা আবারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা