প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মঙ্গলবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানা। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ অক্টোবর) গণভবনে এ ঘোষণা দেবেন।যোগ্য সব প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করার চেষ্টা রয়েছে সরকারের।
সবশেষ ২০১০ সালে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। এবার ২০১৮ সালের নীতিমালার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর কাছে অনলাইনে আবেদন চাওয়া হয়। সেখান থেকে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাছাই করে প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে।
দীপু মনি বলেন, নীতিমালার অধীনে হাওর, চর, পার্বত্য এলাকা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী শিক্ষার বিষয় বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে।গত জুন মাসে এমপিওভুক্তি ঘোষণার কথা থাকলেও পরিপূর্ণ ও নির্ভুল তালিকা তৈরির জন্য বিলম্ব হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা বাজেট বরাদ্দ পেয়েছি। এই জুলাই মাস থেকেই এমপিও কার্যকর হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা