অনলাইন ডেস্ক
সোমবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন।
তিনি গণমাধ্যমকে বলেন, তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক স্থানে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তিনি জানান, আজও ঢাকায় অধিকাংশ সময় মেঘলা আকাশ থাকতে পারে। বিরতি দিয়ে মাঝেমধ্যে হালকা থেকে সামান্য বৃষ্টিপাত হতে পারে। কিছু সময়ের জন্যে উঁকি দিতে পারে রোদও।
আবহাওয়া অফিস জানায়, সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। দু-এক দিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৩৫ মি.মি.।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা