অনেক জল্পনা-কল্পনা ও নাটকের পর অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তিন দফায় পাকিস্তান সফর করবে জাতীয় দল।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সফরে তিনটি টি-২০, দু’টি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
দীর্ঘদিন ধরে চলতে থাকা পাকিস্তান সফরের জট গতকাল দুবাইয়ে এক বৈঠকে শেষ পর্যন্ত খুলেছে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বৈঠকে বসেছিলেন বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও প্রধান নির্বাহিরা। বৈঠক শেষে সফর নিয়ে একমত হয় বিসিবি ও পিসিবি।
তিন ধাপের প্রথমটিতে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। লাহোরে আগামী ২৪, ২৬ ও ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপরদেশে ফিরবে বাংলাদেশ দল।
ভারত সফরের জন্য ১৮ সদস্যের নারী দল ঘোষণা
এরপর দ্বিতীয় ধাপে পাকিস্তান সফরে টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি। ঐ টেস্ট খেলে আবারো দেশের ফিরে আসবে বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ধাপে আাগমী এপ্রিলে আবারো পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ঐ সফরে ৩ এপ্রিল করচিতে একমাত্র ওয়ানডে খেলবে টাইগাররা। ওয়ানডের পর ৫ এপ্রিল থেকে করাচিতে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।
বিসিবি’র পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতেও সভাপতি পাপন বলেন, ‘আমাদের অবস্থান বোঝার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতেই হবে। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো গেছে, তাতে আমরা খুশি এবং আইসিসির এফটিপি নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনের এটা একটা উজ্জ্বল উদাহরণ।’
সফর নিশ্চিত হওয়ায় খুশী পিসিবি চেয়ারম্যান এহসান মানিও। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে, আমরা এই সফরের জট খুলতে সক্ষম হয়েছি। এটা দু’টি ক্রিকেট পাগল জাতির জন্যও গর্বের বিষয়।
আমি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি এই দুই দেশের মধ্যে ক্রিকেটকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দারুণ নেতৃত্ব দিয়েছেন।’
স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘এটা দুই দেশের জন্যই উইন-উইন প্রাপ্তি। এই সিরিজ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটা আপাতত কেটে গেছে। আমরা এখন ম্যাচগুলো যেন খুব সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়, সে ব্যাপারে কাজ শুরু করতে পারি।
তিনবারে পাকিস্তান সফরে আসবে বাংলাদেশ। এটা হয়তো তাদেরকে খুব প্রশান্তি দিবে, অন্য যেকোন দেশের মত পাকিস্তানে এখন ক্রিকেট খেলা অনেক বেশি নিরাপদ।’
বাংলাদেশ-পাকিন্তান সিরিজের সূচি : ২৪ জানুয়ারি : ১ম টি-২০, ভেন্যু- লাহোর। ২৫ জানুয়ারি : ২য় টি-২০, ভেন্যু- লাহোর। ২৭ জানুয়ারি : ৩য় টি-২০, ভেন্যু- লাহোর। ৭-১১ ফেব্রুয়ারি : প্রথম টেস্ট, ভেন্যু- রাওয়ালপিন্ডি। ৩ এপ্রিল : একমাত্র ওয়ানডে, ভেন্যু- করাচি। ৫-৯ এপ্রিল : দ্বিতীয় টেস্ট, ভেন্যু- করাচি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা