অনলাইন ডেস্ক
এসব পরিচয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণ করে আসছিলেন অভিজিৎ ঘোষ (২২) নামে এক যুবক। কোনো একসময় যুবকের কথাবার্তা সন্দেহ হলে ওই তরুনী পরিবারের নিকট বিষয়টি বলেন। পরিবারও খোঁজ নিয়ে দেখেন যুবকের পরিচয় ভুয়া। তিনি স্রেফ চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এরপর অভিজিতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার অভিজিৎ ঘোষ বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার আশীষ কুমার ঘোষের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়ে অভিজিৎ নামে এক যুবক এক তরুণীকে ধর্ষণ করে আসছিল। ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করলে গতকাল (শনিবার) দিবাগত রাতে আমরা তাকে গ্রেফতার করি। আজ (রোববার) সকালে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা