বুড়িমারী-ঢাকা রুটে “তিনবিঘা করিডোর এক্সপ্রেস” রাত্রিকালীন আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনে প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম ও লালমনি সচেতন সমাজ উন্নয়ন সংস্থার যৌথভাবে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করে।
ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু জুনে
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১১ সালে দহগ্রাম সফরকালে বুড়িমারী – ঢাকা আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছরের ২২ মার্চ বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে আসেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন । সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৯ সালের মধ্যে চালু হবে নৈশকালীন আন্তনগর ট্রেন । কিন্তু মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।”
তারা আরও জানান, অবিলম্বে তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি চালু না করা হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর মেয়র মো. শমসের আলী, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সাইদ-উর-রহমান স্বপন, লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরামের সদস্য সচিব এম এ হান্নান, লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম পাটগ্রাম উপজেলার আহবায়ক জিয়াউর রহমান মানিক, পৌর কাউন্সিলর মো. আজিজুল হক দুলাল, মো. মারুফ ইকবাল, লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরামের প্রচার সম্পাদক ফজলুল হক মানিক, মো. জাকির হোসেন জুয়েল, অনুপ কুমার রায় লিটন প্রমুখ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা