পরিচালক আশরাফ শিশির এর আমরা একটি সিনেমা বানাব তিনটি আন্তর্জাতিক উৎসবে যোগ দেবে। কলম্বিয়া, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে এটি অংশ নিচ্ছে।
এই প্রতিযোগিতাগুলো হচ্ছে – ১৬-২২ অক্টোবর পর্যন্ত কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য ৩৬তম বোগোতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৯ অক্টোবর ফ্রান্সে অনুষ্ঠিতব্য লা রাঁবো দ্যু সিনেমা এবং ১৯-২১ অক্টোবর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য চলচ্চিত্রে শব্দ ও সংগীত বিষয়ক আন্তর্জাতিক উৎসব।
নির্মাতা আশরাফ শিশির জানান, সম্পূর্ণ সাদাকালো এই চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে এমন এক জনপদকে ঘিরে, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে ওঠার গল্প। সেখানে দেখা যাবে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়,আয়শা মুক্তিসহ চার হাজার শিল্পী।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা