অনলাইন ডেস্ক
তিউনিসিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্যাবেজ এলাকায় এই ঘটনা ঘটে।
তিউনেসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে সামরিক মহড়া চালানোর সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা ঘটে। এতে ওই তিন সেনা নিহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি সামরিক দল পাঠানো হয়েছে।
আরোও পড়তে পারেন : যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা