অনলাইন ডেস্ক
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামস্থ জাস্টিজ আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির নেতাকর্মীরা চায় না খালেদা জিয়া সুস্থ হোক। তারা চায় খালেদা জিয়া ধুঁকে ধুঁকে মারা যাক, তারপর তার মৃত্যুকে ইস্যু করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা।
তিনি বলেন, খালেদা জিয়া আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বিদেশে চিকিৎসার জন্য কোনো সুযোগ নেই। মহামান্য রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা প্রার্থনা করে যদি তিনি মুক্তি পান তাহলে খালেদা জিয়া বিদেশে বা যেখানে খুশি সেখানে চিকিৎসা নিতে পারবেন। দেশের আইনে দণ্ডিত ব্যক্তিকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে এজন্য এই টেকনিক্যাল ইনস্টিটিউটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষ যুব শক্তি গঠনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা