ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি-সহ একটি মন্দির গড়লেন তামিলনাডুর এক কৃষক ৷
প্রধানমন্ত্রীর কিসান সম্মান নিধি প্রকল্পে এতটা সুবিধা পেয়েছেন, যে নিজের গ্রামে শেষপর্যন্ত মোদির মন্দিরই গড়ে ফেললেন এই কৃষক !
৫০ বছর বয়সী কৃষক পি শঙ্কর গত সপ্তাহে তামিলনাডুর তিরুচিরাপল্লি থেকে প্রায় ৬৩ কিমি দূরে ইরাকুদি গ্রামে এই মন্দির তৈরি করেন ৷
প্রতিদিন সেখানে পুজো-আরতি সবই করেন শঙ্কর ৷ প্রধানমন্ত্রীর যোজনায় এতটাই উপকার তিনি পেয়েছেন, যে নরেন্দ্র মোদিকে এখন ঈশ্বরের সঙ্গে তুলনা করছেন শঙ্কর ৷
৮ x ৮ ফুটের এই মন্দিরে প্রধানমন্ত্রীর মূর্তি দেখতে এখন প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ প্রায় ১.২ লক্ষ টাকা খরচ হয়েছে কৃষক শঙ্করের এই মূর্তি ও মন্দির বানাতে ৷
গোলাপি কূর্তা এবং নীল শাল মোদির মূর্তিতে ৷ মাথায় রয়েছে তিলকও ৷ প্রতিদিন ফুল-মালা দিয়ে প্রধানমন্ত্রীর মূর্তি পুজো করেন শঙ্কর এবং গ্রামের অন্যান্য কৃষকরা ৷
গত সপ্তাহেই এই মোদি মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। মোদির হাসিমুখের মূর্তির পাশে এখানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতারও ছবি রয়েছে। ছবি আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকী বর্তমান মুখ্যমন্ত্রী এডাপড্ডি কে পালানিস্বামীরও।
শংকর জানালেন, আট মাস আগে তিনি এই মন্দির তৈরির কাজে হাত দিয়েছিলেন। কিন্তু, আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়ে শেষ করতে পারেননি।
বিজেপির স্থানীয় এক নেতা জানান, ওই কৃষকের সঙ্গে রাজনীতির যোগ নেই। উনি বিজেপির কর্মী নন। মোদীর প্রতি ওনার ভালোবাসা দেখে আমরা তাঁকে বিজেপিতে যোগ দিতে বলেছি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা