অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আকস্মিক অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। কাঁদতে কাঁদতে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে ও পরে সাড়া দেননি বিসিবির ডাকে। এরপর রাতে বৈঠকে বসেন বোর্ডের কর্মকর্তারা। বৈঠক শেষ জানানো হয়, তামিমকে বিসিবির পক্ষ থেকে ফিরে আসার আহবান জানানো হয়েছে।
তবে বিসিবির ডাকে অবশ্য সাড়া দেননি তামিম। এরপর শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডাকেন। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। সেখানে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পরে পাপন বলেন, ‘আমার সবসময় একটা ধারণা হয়েছিল সংবাদ সম্মেলনটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও আবেগেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল,ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তোবা এর একটা সমাধান পাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে তা ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। ’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা