অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার দুপুরে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর, রাতে রাজধানীতে বোর্ড পরিচালকদের নিয়ে জরুরী সভায় বসেন বিসিবি সভাপতি। রাজধানীর একটি হোটেলে রাত ১০টায় শুরু হওয়া সভা চলে প্রায় পৌনে দুই ঘন্টা। সভা শেষে বোর্ড সভাপতি সাংবাদিকদের জানান সিরিজ চলাকালীন তামিম ইকবালের মতো এমন অভিজ্ঞ ক্রিকেটারের আকস্মিক এই সিদ্ধান্তে বিসিবি অবাক হয়েছে। দিনভর তার সাথে বিসিবি সভাপতি নিজে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। তামিমকে ক্রিকেটে ফেরানোর অপেক্ষায় রয়েছে বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে তামিম ইকবালের সাথে দল এবং তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিলো। সেখানে তামিম আরো কয়েক বছর খেলার কথা জানান বিসিবি সভাপতিকে।
তবে বোর্ডের সাথে ক্রিকেটারদের দূরত্ব নেই। তামিম ইকবালকে ক্রিকেটে ফেরানো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কোন কথা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে পরিষ্কার কিছু বলেননি বিসিবি সভাপতি।
তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তের পর জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহের সাথে এই বিষয় নিয়ে কোন কথা হয়নি বলেও জানান নাজমুল হাসান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা