তামাক বিরোধী সংগঠনের একটি প্রতিনিধি দল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিম এর সাথে তার কার্যালয়ে স্বাক্ষাৎ করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মানিত চেয়ারম্যান এবং উক্ত বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব গ্রহণ করায় জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
এসময় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধিতে প্রতিনিধিদলের পক্ষ্যে- তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে সুনির্দিষ্ট করারোপ এবং ৪ স্তরের স্লাব প্রথা বিলোপ করে ২ স্তর করা, অস্বাস্থ্যকর খাবারের উপর কর ও সারচার্জ আরোপ, পরিবেশ সুরক্ষায় প্লাষ্টিকের উপর উচ্চহারে করারোপের দাবী জানানো হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশ এর হেড অব প্রোগ্রামস মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, দি ইউনিয়নের কারিগরী পরামর্শক এড. সৈয়দ মাহবুবুল আলম, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সাগুফতা সুলতানা, ন্যাশনাল অফিসার আবু নাসের অনীক, ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা