বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামী তাবাখখারুল ইসলাম তানভীরকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
এটি তার দ্বিতীয় দফা রিমাণ্ড। এর আগে তাকে পাঁচদিনের রিমাণ্ড দিয়েছিল আদালত।
গত ৬ অক্টোবর শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে লেখাপড়া করছিল বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। এসময় ফেসবুকের একটি পোস্টের জেরে তাকে ডেকে নিয়ে তিনদফা নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর অনেকটা বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা