ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসি’র রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
আবদুল বাতেন বলেন, ‘আজ তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন তারা নির্বাচনী বিধান অনুযায়ী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।’
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পক্ষে প্রতীক নেন ব্যারিস্টার আলী আসিফ খান। বাদ বাকি যার যার প্রতীক সে সে নিয়েছেন।
অন্যান্য মেয়র প্রার্থীরা হলেন- লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, আম প্রতীক নিয়ে এনপিপির বাহরানে সুলতান বাহার ও মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা