মারা গেলেন ওপার বাংলার নায়ক তাপস পাল। গুরু আর দক্ষিণা পাবেন না। কয়েক দশকের সিনেমার ইতিহাসে কান্ডারী আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন,মুম্বাইতে। শোকের ছায়া টালিউডে।
অভিনেতার মৃত্যুতে শোকস্তদ্ধ গোটা শিল্পী মহল। শোকপ্রকাশ করে অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, “বড়ই অসময়ে চলে গেল। ও আমার ভাইয়ের মত ছিল।”
পরিচালক হরনাথ চক্রবর্তী জানিয়েছেন, “তাপস আমার বন্ধু ছিল। পারিবারিক সম্পর্ক ছিল ওঁদের সঙ্গে। ওঁর বিয়েতেও গিয়েছি। খাওয়াদাওয়া ওঠাবসা সবই ছিল। কি বলব, ভাষা হারিয়েছি। তবে ও খুব আনন্দ করে কাজ করত। আমাদের সঙ্গে নেই ভাবতেই পারছি না।”
পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, তাপস পাল তার সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। অসম্ভব উঁচুদরের অভিনেতা ছিলেন তিনি, তার তুল্য অভিনেতা বর্তমান টালিগঞ্জে কার্যত নেই। তার যথার্থ মূল্যায়ন হয়নি।
বাংলা সিনেমায় এক সময় জুটি মানেই তাপস পাল ও দেবশ্রী রায় ৷ একের পর এক ছবি সুপারহিট ৷ ‘সাথীহারা’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘সুরের আকাশে’-এর মতো ছবিতে তাপস পাল ও দেবশ্রী জুটি যেন বাঙালির কাছে প্রেমের সংজ্ঞা ৷ স্বাভাবিকভাবেই তাপস পালের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্দ হয়ে পড়লেন দেবশ্রী রায় ৷
তাপস পালের মৃত্যুর খবর পেয়ে দেবশ্রী জানালেন, ‘আমি এখন কোনও কথা বলতে পারছি না ৷ আমি বিশ্বাসই করতে পারছি না ৷ একটার পর একটা ছবি করেছি আমি ৷ আমাকে ক্ষমা করবেন, কথা বলার অবস্থাতেই নেই আমি…’
উত্তমকুমারের পর অন্যতম সেরা অভিনেতা তাপস পাল: রচনা
এরপর তাপস পাল জুটি বাঁধলেব শতাব্দী রায়ের সঙ্গে ৷ শতাব্দীর সঙ্গে জুটি বেঁধে ‘গুরুদক্ষিণা’ তো বাংলা ছবিরে মাইলস্টোন ৷ এরপর ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও জুটি বেঁধেছিলেন তিনি তিনি ৷ পরিচালক দেবাদিত্যের ‘আটটা আটের বনগাঁ লোকাল’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাপস পালকে ৷
অঞ্জন চৌধুরী, অরবিন্দ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, তপন সিনহা, হরনাথ চক্রবর্তী, প্রায় সব জনপ্রিয় পরিচালকদের ছবিতেই অভিনয় করেছেন তাপস পাল ৷
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন তাপস পাল ৷ ১৯৮৬ সালে রাজশ্রী প্রোডাকশনের ছবি ‘অবোধ’-এ নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল ৷
বলিউডে তখন স্ট্রাগল করছিলেন আজকের সুপারস্টার ও বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত ৷ তাঁর বলিউডে পা রাখা কিন্তু তাপস পালের হাত ধরেই ৷ ‘অবোধ’ ছবিতে তাপস পালের সঙ্গে জুটি বেঁধেছিলেন মাধুরী ৷ ছবিটি বক্স অফিসে তেমন না চললেও, তাপস ও মাধুরীর জুটি প্রশংসা পায় সমালোচকদের কাছে ৷
অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী জানিয়েছেন, দাদার কীর্তি-তে তাপস পালের চরিত্রের অফার এলে তিনি কখনও রাজি হবেন না, দাদার কীর্তি ও সাহেব-এ তার অভিনয় অতুলনীয়। তাপসের শেষ জীবনটা অত্যন্ত খারাপ গেল, অত উজ্জ্বল ছেলের এই পরিণতি মানা যায় না।
প্রয়াত অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে মমতার শোকবার্তা, বাংলা সিনেমার সুপারস্টার তাপস পাল৷ তৃণমূল পরিবারের সদস্য ছিলেন৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তাপস পালের আকস্মিক মৃত্যুর খবরে আমি স্তম্ভিত ও শোকস্তব্ধ৷ তিনি ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার৷ একই সঙ্গে তৃণমূল পরিবারের সদস্য ছিলেন৷ দু দফায় সাংসদ ও বিধায়ক হয়ে মানুষের সেবা করেছেন তাপস৷ আমরা ওঁকে খুবই মিস করব৷ ওঁর স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অগণতি ভক্তের সঙ্গে আমি সমব্যথী৷’
তাপল পালের প্রয়াণে ট্যুইট করে অভিনেতাকে শ্রদ্ধা জানালেন দেব ৷ ট্যুইটে দেব লিখলেন, ‘খবরটা পেয়ে খুব শোকাহত ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ বাংলা সিনেমায় তাপস দার অবদান ভোলার নয় !’
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা