অনলাইন ডেস্ক
তাইওয়ানে ৬ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ইলান কাউন্টিতে স্থানীয় সময় দুপুর ১টা ১১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৭ কিলোমিটার। রাজধানী তাইপেতে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ভয়াবহ ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, চলতি বছর দেশে এটি ছিল সর্বোচ্চ মাত্রার ভূকম্পন। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস কম্পনের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে।
আরোও পড়তে পারেন : জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ