অনলাইন ডেস্ক
তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় তাইওয়ান প্রণালি, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে ও তাইওয়ানের দ্বীপপুঞ্জের চারপাশে মহড়া শুরু করে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া এই তথ্য জানিয়েছে। চীনের সামরিক মুখপাত্র লি সি বলেছেন, তাইওয়ান স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এ ছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা ছিল এই মহড়া।
গত সোমবার (২০শে মে) তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ নেন। এসময় বেইজিংকে ভীতি প্রদর্শন বন্ধের আহ্বান জানিয়েছিলেন লাই চিং-তে। এর পরই নিজেদের শক্তি প্রদর্শন করল চীন। তবে মহড়া কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে কিছু জানায়নি চীনের সামরিক বাহিনী।
আরোও পড়তে পারেন : ১২ দিনে ইসির ১২২ কর্মকর্তা বদলি