অনলাইন ডেস্ক
এই উদ্বেগের পরিপ্রেক্ষিতেই নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির মূল ধারায় ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন উদ্যোগ ‘তারা’। ‘গ্লো অ্যান্ড লাইভ ইন্সপায়ার্ড’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৮ নভেম্বর রাজধানীর ক্যাফে ১৩৮ ইস্ট, গুলশান এভিনিউতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘তারা আনপ্লাগড’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘তারা’র পথচলা।
এ প্রসঙ্গে আয়োজকরা জানান, “‘তারা’ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক নয়; এটি একটি আন্দোলন। যেখানে খাঁটি শিল্প, সংস্কৃতি, আবেগ ও মানবিকতার স্পর্শে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিমুখী করে তোলার চেষ্টা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরাই আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন। আমরা পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, শিল্প, সংগীত, ইতিহাস-ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতাই মানুষের মধ্যে আসল বন্ধন সৃষ্টি করে।”
উদ্বোধনী আয়োজনে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে দুই ঘণ্টাব্যাপী বিশেষ সংগীত পরিবেশনা। এই আয়োজনে অংশ নেবেন মোজি অ্যান্ড কো-এর জনপ্রিয় শিল্পী শুভেন্দু দাস শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদের অ্যাকুস্টিক পরিবেশনা এবং কাব্যঘন রসায়নের জন্য তারা সংগীত জগতে বেশ সুপরিচিত।
এছাড়াও, মঞ্চে গান পরিবেশন করবেন সমসাময়িক সংগীতের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী অনিমেষ রায়। ‘তারা’ আগামী বছর সাংস্কৃতিক উৎসব, করপোরেট প্রদর্শনী, সৃজনশীল সামাজিক সমাবেশসহ বিভিন্ন থিমভিত্তিক আয়োজন নিয়ে আসার পরিকল্পনা করেছে। প্রতিটি আয়োজনই বহন করবে ‘তারা’র নিজস্ব আবেগ, সৃজনশীলতা ও নান্দনিকতার স্বাক্ষর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা