রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত আসামীকে অভিযুক্ত করে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন তিনি। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি থেকে নেমে এক বান্ধবির বাসায় যাওয়ার সময় ঐ শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাস থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে গাড়িতে উঠে সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলায় নামার পর অপরিচিত কয়েকজন তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এরপর তাঁর সাথে থাকা সব কিছু ছিনিয়ে নিয়ে মারধর করে। পরে বান্ধবির সহায়তায় ঢাকা মেডিকেলে যান ওই নির্যাতিতা।
সহপাঠীরা জানায়, রাত ১০টার দিকে তার জ্ঞান ফিরলে নিজেকে নির্জন স্থানে দেখতে পান। এরপর সড়কে উঠে বাসায় না গিয়ে সিএনজি ডেকে ঢামেকে চলে আসেন। সহপাঠীরা তাকে ওসিসিতে ভর্তি করান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ক্যান্টনমেন্ট থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান , রাতে ঘটনা ঘটলেও সকালে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। ঘটনাস্থল চিহ্নত করে আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমের কয়েকজন সহপাঠী ও বন্ধুরা সকালে ঘটনাস্থল চিহ্নিত করতে পুলিশকে সহায়তা করেন। পুলিশ ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। ঢাবির বিআরটিসি’র বাসের চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রয়েছে ঢাবি ক্যাম্পাস। এ ঘটনায় বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা