রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ তিনজনকে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। তাদের নজরদারিতে রেখেছে র্যাব।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমন খবর দিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, আইন-শৃঙ্খলার কয়েকটি বাহিনী ধর্ষকসহ তিনজনকে চিহ্নিত করে তার পিছু নিয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে।
সূত্রমতে, চিহ্নিত ধর্ষক একজন সিএনজি চালক। শতভাগ নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হবে।
এর আগে ঘটনার শিকার ছাত্রীর কাছ থেকে ধর্ষকের একটি বর্ণনা পান তার বাবা। সেই বর্ণনা মামলার এজাহারে উল্লেখ করেছেন। তাছাড়াও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ভিকটিমের কাছ থেকে দফায় দফায় ধর্ষকের শারিরীক বর্ণনা ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন।
ধর্ষককে চিহ্নিত করতে ইতোমধ্যে একযোগে মাঠে নেমেছে থানা পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআই সদস্যরা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া বর্ণনা অনুযায়ী অপরাধীর স্কেচ আঁকার ক্ষেত্রেও পিবিআই কাজ করছে। বিষয়টি নিয়ে ছায়া তদন্তও করছে।
অপরাধীর শারীরিক বর্ণনার সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ এবং র্যাব ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে। সর্বশেষ আইন-শৃঙ্খলাবাহিনী একজনকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাকে নজরদারিতে রেখেছে তারা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা