ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেভাজন একজনকে আটক করেছে ব্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি র্যাব সদস্যরা।
মঙ্গলবার রাতে র্যাব সদর দফতরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ কুর্মিটোলায় ঢাবিছাত্রী ধর্ষণ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’
র্যাবের ওই কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আটক করে সদর দফতরে নিয়ে আসে। এ সংক্রান্ত বিষয়ে র্যাব আজ সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান।
এর আগে মঙ্গলবার রাতে সিসিটিভি ফুটেজ ও ভুক্তোভোগী ছাত্রীর বিবরণের সহায়তা নিয়ে এই ধর্ষণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একটি সূত্র জানিয়েছিল, ওই ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হবে। যে কারণে এখনই গণমাধ্যমে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছিলেন ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান। তবে চিহ্নিত ব্যক্তি সিএনজি চালক বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র।
সূত্রটি জানায়, আইন-শৃঙ্খলার কয়েকটি বাহিনী একজনকে চিহ্নিত করে তার পরিচয় ও অবস্থান নির্ণয় করেছে। ওই ব্যক্তির প্রতিটি পদক্ষেপ এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নখদর্পণে। প্রমাণ মিললেই তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে।
তবে কীভাবে ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় ওই ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে যে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে মঙ্গলবার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করা হবে বলে জানিয়েছিলেন পুলিশের গুলশান বিভাগের উপকমিনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা