নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা,ক্ষোভ ও জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।
পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সভাপতি নাসিমা সোমা এবং সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বানাসাস’র পক্ষ থেকে বলা হয়, ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মে নিয়োজিত নারীরা প্রতিনিয়ত ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা এবং যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। আবার কখনো কখনো এসব ঘটনার প্রতিবাদ করায় পরিবারের সদস্য, শিক্ষার্থী, কিশোরী ও নারীরা বখাটেদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। ফলে শিক্ষার্থীসহ নারী ও কন্যাশিশুর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং তাদের স্বাধীন চলাচল অনিশ্চিত হয়ে পড়ছে। যা দেশে সফল অগ্রযাত্রায় বাধার সৃষ্টি করছে।
বিবৃতিতে বলা হয়, ওই শিক্ষার্থীর ধর্ষকদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ ঘটনার শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের দাবি, আমাদের রাজধানী শহরকে কোনো অবস্থাতেই নারীর জন্য ‘অ-নিরাপদ’ হতে দেয়া যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বতো রয়েছেই সেই সঙ্গে রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে নিরাপদ সমাজ গঠনে সচেষ্ট হতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা