অনলাইন ডেস্ক
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সুযোগ হয়েছিল। মূলত ইংরেজি বিষয় পড়াতাম, তাছাড়া অন্যান্য বিষয়ও দেখিয়ে দিতাম। তাদের অধিকাংশের ভেতর যে জিনিসটা দেখলাম সেটা হল ভীতি। তারা যে জিপিএ-৫ পেয়েছে, তাদের যে মেধা আছে সেটা তারা নিজেরাই বিশ্বাস করতে পারে না। আত্মবিশ্বাস না থাকায় তাদের বড় একটি অংশ ফেল করে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ে বেসিক নলেজ আরও মজবুত করতে হবে। তবেই শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হবে। যোগ্য জায়গায় জায়গা করে নিতে পারবে।
আরেক শিক্ষার্থী মাজিদুল ইসলাম শুভ বলেন, ভর্তি পরীক্ষাটা মাত্র ১ ঘণ্টার। এখানে অনেকেই সিস্টেম বুঝতে পারে না। তাছাড়া নেগেটিভ মার্কিংতো আছেই। তাই শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যান প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এটা বড় একটি কারণ ফেল করার।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের অনেকেই ভর্তি হতে পারে না। কারণ আসন সংখ্যা খুবই সীমিত। পরীক্ষা নেওয়াই হয় মূলত বাদ দেওয়ার সেন্টিমেন্ট থেকে। কারণ পাস করলেও এত শিক্ষার্থী ভর্তির সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই। সে বিষয়টি মাথায় রেখে প্রশ্ন করা হয়।
জানতে চাইলে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক একরামুল কবির বলেন, যেখানে আসন সংখ্যা থাকে দুই-তিন হাজার। সেখানে ভর্তি পরীক্ষা দেয় দুই-তিন লাখ। তিন হাজারের আসনে দুই লাখ পরীক্ষা দিলে বাকী ১ লাখ ৯৭ হাজার বাদ দিতে হবে। সেটি মাথায় নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়। এর মানে এই নয়, ফেল করা শিক্ষার্থীরা মেধাবী নয়। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করেন। এসময় কলা অনুষদের ডিনসহ পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল থেকে DU KHA <Roll No> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা