অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে কাফন সমেত গাছের গুড়িটি রেখে আসেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কৃষ্ণচূড়া গাছটি কাটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিন্দা জানান শিক্ষার্থীরা। কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদ হিসেবে শিক্ষার্থীরা কেটে ফেলা গাছের পাশে নতুন একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।
কেটে ফেলা গাছটির পাশেই আরেকটি কৃষ্ণচূঁড়ার চারা লাগিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে গাছটি ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মনে করছে প্রশাসনের এ বক্তব্য ভিত্তিহীন ও ভুয়া, গাছটি মোটেও ঝুঁকিপূর্ণ ছিল না। বলা হয়েছিলো, গাছের গুঁড়িটি ফাঁপা, এটিও একটি মিথ্যা কথা। আমরা ফেলে রাখা গুড়িটি দেখেছি। গাছটি কেটে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসের বাস্ততন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এ গাছটি ছিল আমাদের ঐতিহ্যের অংশ ও আমাদের অনেক স্মৃতির মনুমেন্ট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা