অনলাইন ডেস্ক
এখানে ঢাকিরা ঢাক বাজান। আর সেই পরিবেশনা দেখে বিভিন্ন পূজা কমিটির আয়োজকরা তাদের সাথে চুক্তি করেন।
পুরো হাট জুড়ে উৎসবের রঙ। এই হাটে বাদকরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে ঢাক, ঢোল, ড্রাম, বাঁশি, সানাই ও ঝনঝনিসহ বাহারি বাদ্যযন্ত্র বাজান। ব্যতিক্রমী এই হাটের নাম ‘ঢাকের হাট’। প্রায় ৫শ বছর ধরে শারদীয় দুর্গাপূজার আগে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পুরান বাজার এলাকায় বসে এ হাট। দশ হাজার থেকে দেড় লাখ টাকার চুক্তিতে এই হাটে মিলে বাদ্য যন্ত্র সহ বাদক দল।
বাজারের মাঝখানে ছন্দের তালে তালে ঢাক ঢোল বাজিয়ে নিজেদের পরিবেশনায় অংশ নেন বাদকরা। পূজার আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারা। চলে যান নির্দিষ্ট মণ্ডপে বাদ্য বাজানোর জন্য। কোন দলের সঙ্গে কত টাকার চুক্তি হবে তা নির্ধারন করা হয় ঢাকীদের দক্ষতার উপর।
সেনাসদস্য, পুলিশ, ও গ্রাম পুলিশসহ স্বেচ্ছাসেবিদের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।সোমবার থেকে শুরু হওয়া এই হাট চলবে আগামী বৃহষ্পতিবার সকাল পর্যন্ত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা