অনলাইন ডেস্ক
পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের সহজ পথ ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার। কিন্তু এই পথে বাস এবং ব্যক্তিগত গাড়ি এমনকি মোটরবাইকও এর চেয়ে বেশি গতিতে চলে। দ্রতগতির যানবাহনের কারণে দুর্ঘটনাও ঘটেছে।
এক্সপ্রেসওয়েতে নিয়ম মেনে চলা এবং দুর্ঘটনা কমাতে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা চালু হচ্ছে। দেশে প্রথম কোন মহাসড়কে স্বয়ংক্রিয় ব্যবস্থা স্থাপন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এটি আনুষ্ঠানিকভাবে চালু হলে নির্ধারিত সীমার বেশি গতিতে গাড়ি চালানোসহ যে কোন ট্রাফিক আইন ভঙ্গকারীদের কাছে মেসেজ যাবে এবং মামলা, জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে।
ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বসানো হয়েছে অত্যাধুনিক ইলেকট্রিক বোর্ড, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। ধলেশ্বরী এলাকায় স্থাপন করা হয়েছে কন্ট্রোলরুম। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা এখন পরীক্ষামূলকভাবে চালু আছে। আসছে জুন মাস থেকে কার্যক্রম পুরোপুরি শুরু হবে বলে জানিয়েছে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
এই প্রকল্পে সফলতা দেখে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় আনার পদক্ষে নেয়া হবে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা