অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টি হয়েছে কয়দিন। এ ছাড়া সড়কে চলছে সংস্কারকাজ। সেই সঙ্গে রয়েছে অব্যবস্থাপনা। এ কারণে গতকাল মঙ্গলবারও সড়কে ব্যাপক যানজট ছিল। আর আজ ভোররাত থেকেই সড়কের বোর্ডবাজার থেকে রাজধানীর বনানী পর্যন্ত লেগে আছে যানজট। সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত চলছে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও ভেঙে গেছে। এর মধ্যে গত রবি ও সোমবার টানা বৃষ্টি হয়েছে। এ কারণে সড়কের গর্তগুলোতে পানি জমেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গর্তে পড়ে যাওয়ার ভয়ে অনেক গাড়িই ঠিকঠাক চলছে না। এর বাইরে গতকাল মঙ্গলবার রাত থেকে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়কের একটি অংশ কাটা হয়েছে। এতে সড়কে গাড়ি চলাচলের পথ সংকুচিত হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. ফয়জুল ইসলাম বলেন, ‘সড়কের সবচেয়ে খারাপ অবস্থা চেরাগ আলী ও সেনাকল্যাণ ভবন এলাকায়। এখানে বড় বড় গর্তের কারণে গাড়িগুলো ঠিকমতো চলতে পারছে না। আমরা সকাল থেকেই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা