ভোলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে ঢাকা-ইলিশা (ভোলা)-ঢাকা নৌপথে দিনের বেলায় আধুনিক ক্যাটামারান যাত্রাবাহী জাহাজ চালু হচ্ছে।
ঢাকা-ভোলা নৌ রুটে আগামী সোমবার (২৫ নভেম্বর) থেকে ক্যাটামারান টাইপের ইকোনমি এবং বিজনেস ক্লাস সিটের ‘এমভি গ্রীন লাইন-২’ নামের জাহাজটি দিনের বেলায় চলাচল করবে। এ জাহাজে মাত্র পাঁচ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো যাবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গ্রীণ লাইন পরিবহন ও গ্রীণ লাইন ওয়াটার ওয়েজ এর স্বত্বাধিকারী মো: হাজী আলাউদ্দিন।
তিনি বলেন, দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধাণী ঢাকার নৌ যোগাযোগ সুগম এবং পর্যটক ও সাধারন যাত্রী পরিবহনের এক সম্ভাবনার নতুন দুয়ার খুলতে যাচ্ছে। আগামী সোমবার থেকে চালু হবে ঢাকা-ইলিশা (ভোলা)-ঢাকা নৌপথে ক্যাটামারান যাত্রাবাহী জাহাজ। এ ব্যাপারে তিনি সাংবাদিক, দক্ষিনাঞ্চল ও রাজধানী ঢাকার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে গ্রীণলাইন পরিবহন জেনারেল ম্যানেজার আব্দুল সাত্তারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ঢাকার সদরঘাট লালকুঠি ঘাট থেকে যাত্রা শুরু করবে এবং অন্যদিকে দুপুর দেড়টায় ইলিশা ঘাট (ভোলা) বিশেষ টারমিনাল হতে ছাড়বে।
টিকিট পাওয়া যাবে দেশের সব গ্রীন লাইন কাউন্টারে। এছাড়া ঢাকা সদরঘাট ও বরিশাল বিশেষ টার্মিনাল থেকে এবং অনলাইনে পরিবহন ডট কম থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
ওয়াই ফাই সুবিধা সম্বলিত দুই হাল বিশিষ্ট এ জাহাজটিতে কমপ্লেমেনটারি খাবার এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। এতে বিজনেস ও ইকোনমি ক্লাসের আসন সংখ্যা যথাক্রমে ২০০ ও ৪০০। বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা এবং ইকোনমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা।
ইতিমধ্যে, গ্রীন লাইন ২০১৪ সাল থেকে ‘গ্রীন লাইন ওয়াটারওয়েজ’ নামে টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে এমভি গ্রীন লাইন-১ নামে লঞ্চ ছাড়ে। পরবর্তীতে ২০১৫ সালে ঢাকা-বরিশাল নৌপথে এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ নামে শীতাতপ নিয়ন্ত্রিত দুইটি জলযান যাত্রী পরিসেবায় যোগ করে।
উল্লেখ্য, গ্রীন লাইন পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। এটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং খুলনা, বরিশালের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতের কলকাতায়ও পরিবহন সুবিধা প্রদান করে আসছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা