ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী আবাসিক শিক্ষক জোবায়দা নাসরিনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি।
সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাশীর উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন ও দোষীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, “আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয়গুলোর হলে হলে যখন নিপীড়ন ও টর্চার সেল পরিচালিত হয় ছাত্রলীগের নেতৃত্বে, তখন হল প্রশাসনের খোঁজ থাকে না। প্রথম বর্ষের উপর নিপীড়ন চালিয়ে যখন ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীর রিক্রুটমেন্ট চলে, তখন আমাদের আবাসিক শিক্ষকরা দলদাস হয়ে মুখ ঘুরিয়ে রাখেন। ঠিক সেই সময় আমরা দেখলাম জোবায়দা নাসরিন,একজন আবাসিক শিক্ষক, যার দায়িত্বই হল শিক্ষার্থীদের নিরাপত্তার দেখভাল করা, তার দায়িত্ব পালন করতে গিয়েছেন।
৬ জানুয়ারি সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে শাড়ি বিতরণ করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হলে একজন শিক্ষকের যা কর্তব্য, ঠিক তাই করতে যান তিনি। আক্রান্ত শিক্ষার্থী কোন দল বা কোন মত তার উর্ধ্বে গিয়ে তাকে তিনি বাঁচাতে যান। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। ছাত্রলীগ প্রতিটি হলে হলে এমন কনসেন্ট্রেশন ক্যাম্প করে রেখেছে যে সেখান থেকে তার নিজ সংগঠনের কর্মীকে বাঁচাতে গেলেও একজন শিক্ষককে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়।
শিক্ষকরা জাতির বিবেক। একদিকে কিছু শিক্ষকের দলীয় পদলেহন করে পদ আঁকড়ে বসে থাকা, অন্যদিকে যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চান তাদের উপর হামলা ও লাঞ্ছনা সমগ্র ছাত্রসমাজের জন্য লজ্জার, অপমানের এবং দুঃখের। আমরা জোবায়দা নাসরিনের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দাবি জানাই, অবিলম্বে হামলাকারীদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।
সেই সাথে ছাত্রসমাজের প্রতি আহবান রাখি, শিক্ষক, শিক্ষার্থীর উপর সকল ধরণের সন্ত্রাসী হামলা, নিপীড়ন ও ভিন্নমত দমনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা