অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও ভারত দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়ায় পররাষ্ট্র দপ্তরের পরামর্শতে (এফওসি) দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় পর্যালোচনা করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এখানে অনুষ্ঠিত এফওসিতে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন।বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সীমান্ত ও নিরাপত্তা, বাণিজ্য, ব্যবসা ও সংযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনগণ-জনগণ সম্পর্ক এবং বাংলাদেশে উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করে।বিবৃতিতে আরও বলা হয়, দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও উভয় পক্ষ উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করে।
ভারতীয় পক্ষ সম্প্রতি অনুষ্ঠিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ২.০-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে।
বৈঠকে উভয় পক্ষ সম্মত হয় যে, পরবর্তী এফওসি পারস্পরিক সুবিধাজনক তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি ছিল দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।