অনলাইন ডেস্ক
সমুদ্র সৈকত আর পাহাড়ের পর্যটন নগরী ট্রেন যাবার জন্য প্রস্তুত হয়েছে দোহাজারী-কক্সবাজার রেলপথ। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এক ট্রেনেই যেতে পারবেন যাত্রীরা।
আগামী ১১ই নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন হবে। তবে কক্সবাজারে ট্রেন যাবে আরও কিছুদিন পর। রেলওয়ের মহা-পরিচালক কামরুল আহসান বৈশাখী টেলিভিশনকে জানান, পহেলা ডিসেম্বর থেকে চলবে ঢাকা-কক্সবাজার যাত্রীবাহী ট্রেন।
ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। এটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রামে থামার প্রস্তাব আছে। কক্সবাজার পৌঁছাবে সকাল পৌনে ৭টায়। কক্সবাজার থেকে দুপুর ১টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। চট্টগ্রাম থেকেও কক্সবাজার যাবে ট্রেন। সকাল ৯টা ৫০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে দুপুর দেড়টায়। কক্সবাজার থেকে দুপুর ২টা ২৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ঢাকা থেকে কক্সবাজর পর্যন্ত শোভন চেয়ারে ৫০০ টাকা, এসি চেয়ারে একহাজার টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক বলেন, রেলের নির্ধারিত নিয়মেই ভাড়া চূড়ান্ত করা হবে।
পরবর্তীতে এই রুটে ট্রেন সংখ্যা বাড়বে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা