ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের পঞ্চম আসর ১৪-১৬ নভেম্বর শুরু হচ্ছে। গত চার বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট বা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’।
সান ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গান।
বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জন শিল্পী জড়ো হচ্ছেন ৩ দিনের উৎসবের মঞ্চে।
এবারের আসর মাতাবেন বাংলাদেশের শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, ম্যাজিক বাউলিয়ানার দুই শিল্পী কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম এবং প্রেমা ও ভাবনা নৃত্য দল।
ভারত থেকে আসছেন দালের মেহেন্দি, পাকিস্তান থেকে জুনুন ও তার দল এবং হিনা নাসরুল্লাহ্। রাশিয়া থেকে আসছে লোকদল সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে আসছে হাবিব কোইটে অ্যান্ড বামাদা।
এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে তিন দিনের অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন শুরু হবে ৬ নভেম্বর (বুধবার)। ফোকফেস্টের ওয়েবসাইটে (www.dhakainternationalfolkfest.com) রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিদিন সকাল ১১ থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কার্যক্রম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা