নভেল করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে কভিড-১৯ রোগের সন্দেহজনক লক্ষণ নিয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। তবে তাদের সবার অবস্থাই ভালো বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
এদিকে নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুরফেরত এক বাংলাদেশি যুবক নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁর রক্তের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে সন্দেহভাজন পাঁচ রোগীকে বিচ্ছিন্ন রাখার কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ড. ফ্লোরা বলেন, ‘অতিরিক্ত সতর্কতা হিসেবে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের হাসপাতালে সব সময়ই আইসোলেশন থাকে। যখনই আমরা রোগী সন্দেহ করি বা যখনই আমাদের কাছে ফোন কল আসে যে তার মধ্যে লক্ষণ-উপসর্গ আছে, আমরা বিলম্ব না করে তাকে আগে হাসপাতালে পাঠাই। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তাদের ছাড়ি।’ আইসোলেশনে থাকা পাঁচজনের সবারই শারীরিক অবস্থা এখন ভালো বলে জানান তিনি।
জরুরি প্রয়োজনে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোয় আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা দিয়েছে আইইডিসিআর।
ড. ফ্লোরা জানান, দেশে মঙ্গলবার পর্যন্ত ৯৬ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া যায়নি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে তিনটি নমুনা।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। বিশ্বের ১০টি দেশের নাগরকিদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে তারা। বাংলাদেশ ও ভারতসহ ১০টি দেশের নাগরিকরা করোনাভাইরাসমুক্ত সনদ ছাড়া কুয়েতে যেতে পারবেন না।
মঙ্গলবার কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এই দশ দেশের নাগরিকদের কুয়েত যেতে হলে কুয়েত দূতাবাসের সরবরাহকৃত করোনভাইরাস মুক্ত সনদ নিতে হবে। বাংলাদেশ ও ভারত ছাড়া বাকি দেশগুলো হল-ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবানন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা