একদিনের সংক্ষিপ্ত সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
মঙ্গোলিয়া থেকে তাকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের কিছু পরে ঢাকায় অবতরণ করে। তবে তার সোয়া একটায় বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও তীব্র বাতাস আর খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে আসতে পারেনি।
একদিনের এই সফরে ব্যস্ত সময় কাটাবেন ইনফান্তিনো। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করবেন ফিফা প্রধান।
এদিকে দুপুর সোয়া ১২টায় জিয়ান্নি ইনফান্তিনো পরিদর্শন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন। দুই ঘণ্টা পর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
বেলা তিনটায় বিমানবন্দরের উদ্দেশে হোটেল ত্যাগ করবেন ফিফা সভাপতি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা