অনলাইন ডেস্ক
বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, আমরা গুগল, ফেসবুককে বাংলাদেশে অফিস করার বিষয়ে বলেছিলাম। যদিও পূর্বে তাদের মনোভাব ইতিবাচক ছিল না। তবে ইদানীং তাদের আচরণ কিছুটা পজিটিভ।
বৈশ্বিক এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং অফিস পরিচালনার জন্য অভ্যন্তরীণ বাজারের আকার যথেষ্ট বড় বলে মনে করেন প্রযুক্তিবিদরা। সময়োপযোগী অনুকূল নীতিমালা তৈরির পরামর্শ তাদের।
আইএসপিএবি সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, আমাদের আশেপাশের দেশগুলোতে কিন্তু গুগল ও ফেসবুক তাদের অফিস নির্মাণ করেছে। আমারও যদি তাদের গাইডলাইন অনুসরণ করি তাহলে আমাদের দেশেও অফিস তৈরি করবে তারা। তবে অবশ্যই মনে রাখতে হবে যেন দেশের নিরাপত্তা ঠিক থাকে।
আলোচনার মাধ্যমে সরকার এবং ফেসবুক কর্তৃপক্ষের মধ্যে আইনি জটিলতার নিরসন করা হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রায় ৫ কোটি ফেসবুক আইডি ব্যবহার করা হয়। এবং ফেসবুক কমার্স নির্ভর উদ্যোক্তা প্রায় সাত লাখ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা