গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১০৮ জন। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রােল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গহুজ্বরে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯ হাজার ৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫শ ৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২ শ ৫৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২শ ৪৭ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের সব ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৬৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৯৩ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
আরও পড়ুন : হলি আর্টিজানে হামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড