অনলাইন ডেস্ক
বদলে যাওয়া রাজধানী ঢাকার দৃশ্য এটি। চিরচেনা যানজটের নগরী ঢাকায় উড়াল সড়কে বিমানবন্দরের কাওলা থেকে বিশ্বরোড, বনানী, মহাখালী, তেজগাঁও হয়ে ফার্মগেট পর্যন সাড়ে ১১ কিলোমিটার পথ মাত্র ১৫ মিনিটে পাড়ি দিতে পারছে নগরবাসী। এটা আর স্বপ্ন নয়, বাস্তব করেছে ঢাকার দ্রুতগতির এই উড়াল সড়ক।
রোববার সকাল ৬টায় খুলে দেয়ার পর যানবাহন চলাচল শুরু হয় এই পথে। টোল পরিশোধ করে যানবাহন উড়ালসড়ক দিয়ে দ্রুত চলে যাচ্ছে গন্তব্যে। প্রথম দিনেই এই উড়াল সড়কে উঠতে পারার উচ্ছাস অন্যরকম নগরবাসীর কাছে।
এই পথে চলাচলকারী অফিসগামী মানুষ তো আছেনই, সেই সাথে অনেকে এসেছে দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন দেখতে। উত্তরা থেকে শহরের বিভিন্ন এলাকার অফিসগামী মানুষ বেশি ব্যবহার করেছেন উড়াল সড়ক। আবার ফার্মগেট তেজগাঁও দিয়ে উড়াল সড়ক ধরে গেছেন উত্তরা বা টঙ্গী আশুলিয়া শিল্পাঞ্চলের যাত্রীরা।
দ্রুতগতির এই উড়াল সড়কে প্রথম দিনে ব্যক্তিগত গাড়ি চলেছে বেশি। যানবাহন চলাচল দেখতে কাওলাপ্রান্তে ছিলেন এই প্রকল্পের পরিচালক। তিনি জানান, দ্রুত টোল পরিশোধ করে যাতে যানবাহন চলাচল করতে পারে সেজন্য সব ব্যবস্থা রাখা হয়েছে।
উড়াল সড়ক থেকে নামার পথগুলোতে যাতে যানবাহনের জটলা তৈরি না হয় সেজন্য ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান তিনি
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা