অনলাইন ডেস্ক
সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় পেলেও বিকেলে হারের তেতো স্বাদ নেন তারা। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন।
১৭ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। আজ দিনের প্রথম ম্যাচে কোর্টে নামেন বাংলাদেশের শুভ খন্দকার। নেপালের পাপ্পু পালের বিপক্ষে ২১-১২ ও ২১-১২ পয়েন্ট ম্যাচ জেতেন শুভ। একই সময় অন্য কোর্টে বাংলাদেশের আকিব সুলাইমানের প্রতিপক্ষ ছিল ভারতের নিশ্চল সতীষ। ম্যাচটি ২১-১৭, ২০-২২ ও ২১-১৯ পয়েন্টে ম্যাচ জিতেন বাংলাদেশের আকিব।
দিনের শুরুতে নারী এককে খেলতে নামেন বাংলাদেশের নাসিম খাতুন। নেপালের প্রতিযোগী রিহানে শারচেনকে সরাসরি ২১-১৯ ও ২১-১৮ পয়েন্টে পরাজিত করেন। তবে নাসিমা জিতলেও পারেননি বৃষ্টি খাতুন। নেপালের শেসনা সিরপালির কাছে ২১-৫ ও ২১-১৬ পয়েন্টে হেরে যান।
বাংলাদেশের অভিজ্ঞ শাটলার আইমান ইবনে জামান মালয়েশিয়ার কং উই জিয়াংকের কাছে ২১-১১ ও ২১-১০ পয়েন্টে পরাজিত হন। জিততে পারেনি আল আমিন জুমারও। ভারতীয় শাটলার সাই নচিকেতের কাছে ২১-৯ ও ২১-১১ পয়েন্টে ব্যবধানে হার মানেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা