অনলাইন ডেস্ক
সকালে রাজধানীর সড়কে দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তার মোড়ে দাঁিড়য়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে সকালে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল কম।
বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়ছে। রাস্তায় গাড়ী চলাচল কম থাকলেও স্বাভাবিক ভাবে চলাচল করতে পারায় খুশি চলাচলকারীরা।
সকাল থেকে রাজধানীর সড়কে দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। তবে, গাড়ি করে টহলে দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের দাঁিড়য়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। সাধারণ মানুষ প্রত্যাশা করে দ্রুত দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং সবধরনের সহিংসতাও বন্ধ হবে ।
এদিকে, আজও রাজধানীর অনেক এলাকায় বিজয় মিছিল করেছে উৎসুক জনতা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা