অনলাইন ডেস্ক
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন দুয়ারে দাঁড়িয়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রায় ২ হাজার ২৪ বছর আগে এইদিনে ঐশী শক্তি নিয়ে গোশালায় জন্মেছেন ইশ্বর পুত্র যিশু খ্রিষ্ট। তাই প্রতি বছর ২৫শে ডিসেম্বর মহাসমারোহে এই দিনটি উদযাপন করে তারা।
হলি রোজারি চার্চ এর ফাদার জয়ন্ত এস গোমেস বলেন, উৎসবকে কেন্দ্র করে রাজধানীর গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে। চারপাশে আলোকসজ্জা আর বাহারি সব ক্রিসমাস ট্রি। গির্জার আঙিনায় তৈরি করা হয়েছে গোশালা। পাশেই থাকবেন সান্তা ক্লজ, যিনি শিশুদের মধ্যে বিতরণ করবেন চকলেট-কেক। প্রাঙ্গণজুড়ে করা হয়েছে বাহারি আলপনা।
রাজধানীর অভিজাত হোটেলগুলোও সেজেছে উৎসবের সাজে। ঝলমলে ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে কোণে কোণে। হোটেলগুলো সান্তা ক্লজ, উপহার, শিশুদের জন্য নানা আয়োজন করেছে বলে জানান লা মেরিডিয়ান এর সেলস এন্ড মার্কেটিং পরিচালক জুবায়ের ফারুক চেšধুরী।
ঢাকা রিজেন্সি সহকারী ব্যবস্থাপক ফারহানা মাশুক ইরা বলেন খাবার ও রুম বুকিংয়েও বিভিন্ন হোটেলে থাকছে বিশেষ অফার।
উৎসব নির্বিঘ্ন করতে গির্জাকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উৎসবস্থলে নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা