অনলাইন ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, এই মর্মে জারি করা রুল নিস্পত্তির জন্য নতুন বেঞ্চ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (তেসরা আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, ২৩শে জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গত ২১শে জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের এক শ্রম পরিদর্শক। ৬ই জুন এই মামলায় ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক।