বিমান বাংলাদেশ সূত্র জানায়, এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যুক্ত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন ষষ্ঠ ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ষষ্ঠ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ অবতরণ করবে। এর মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
মন্ত্রিসভা আরও দু’টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে
এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পঞ্চম ড্রিমলাইনার উড়োজাহাজ ‘সোনার তরী’।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি এবং বিমানের মোবাইল অ্যাপস অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
Like & Share our Facebook Page: Facebook