অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
করোনা টিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা চলতি সপ্তাহ থেকে তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে বা বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে। ষাটোর্ধ্বদের চতুর্থ ও আঠারোর্ধ্বদের তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের ওই টিকা দেয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৬ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন শতকরা ৮৮ ভাগ মানুষ, দ্বিতীয় ডোজ ৮২ ভাগ এবং তৃতীয় ডোজ পেয়েছেন দেশের ৪০ ভাগ মানুষ। দেশে গড়ে ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ করোনার টিকা নিয়েছেন যা উন্নত বিশ্বের চেয়ে বেশি। ধনী দেশগুলোতে ৭২ ভাগ মানুষ টিকা পেয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা