অনলাইন ডেস্ক
রোববার ( ১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এখন যে হারে সংক্রমণ বাড়ছে, তা নভেম্বর কিংবা শীতের মৌসুমে আরও তীব্র হতে পারে। এমনকি এর প্রভাব আগামী বছর পর্যন্ত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই পুরুষ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২৮৫ জন। এ সময় দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৩১। ঢাকা বিভাগের বাইরে বরিশাল বিভাগে রোগীর সংখ্যা বেশি ছিল, এ সংখ্যা ১৯১।চলতি বছর সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। তবে চলতি অক্টোবরেও সংক্রমণ বেড়েছে। অক্টোবরের শুরু থেকে বৃষ্টি অব্যাহত ছিল, যদিও গত এক সপ্তাহে কিছুটা কমেছে। তবে সপ্তাহের শেষে নতুন নিম্নচাপের কারণে আবারও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আছে। এতে এডিস মশার বিস্তার আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা