অনলাইন ডেস্ক
শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা টাউন হলে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সমস্যার কারণে মানুষের কষ্ট হচ্ছে। আমাদের কী দোষ, কষ্ট দিচ্ছে বিশ্ব নেতারা। কিছু মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট শেখ হাসিনা স্বীকার করেন, আমরা স্বীকার করি। মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের নেত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। কষ্ট আমরা কাউকে দিচ্ছি না, কষ্ট দিচ্ছে বিশ্ব রাজনীতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কষ্ট দিচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞা। মূল্যস্ফীতি বেড়েছে, সারাবিশ্বে দ্রব্যমূল্য বাড়িয়েছে। তারা সারাবিশ্বের অর্থনীতিতে সংকট ডেকে এনেছে।
ওবায়দুল কাদের আরও বলেন, ফখরুল সাহেব আমার ওপর গোস্বা করেছেন। কারণ আমি খবর পেয়েছি যে, দুবাই থেকে রাশি রাশি টাকা এসেছে; সে টাকাই ওড়ানো হচ্ছে। টাকার কথা যখনই বললাম তখন ফখরুলের ইজ্জতে লেগেছে, তারপরেই পৈত্রিক সম্পদের হিসাব দিতে শুরু করেছেন।
এ সময় বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারা গণতন্ত্রের হত্যকারী। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। পরিবহন আপনাদের ভয়ে অস্থির। আপনাদের আগুনের ভয়ে পরিবহন বন্ধ; আমাদের কী করার আছে?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গেছে। সে আর কোনো দিন রাজনীতি করবে না। সে নাকি তাদের নেতা। এমন খুনিকে কেউ মেনে নেবে না, দেশ চালাতে দেবে না। দেশ চালানোর রঙ্গিন খোয়াব উড়ে যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা