অনলাইন ডেস্ক
সেখানে ভূমিসেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। এক্ষেত্রে ডিসিদের সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো, কৃষি সমবায় গড়ে তোলা এবং পানি ও স্থানীয় জলাশয় সংরক্ষণে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কোন সংকট নাই বলে জানালেন পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বুধবার শেষ দিনে জেলা প্রশাসকদের সাথে নিজ নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এসব জানান তারা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ বুধবার।
শেষ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সাথে মতবিনিময় করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এসময় মাঠ পর্যায়ের ভূমি সমস্যা ও সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন ভূমিমন্ত্রী। জেলা প্রশাসকরাও স্থানীয় পর্যায়ে ভূমি বিষয়ক সংকট সমাধানে তাদের সুপারিশ তুলে ধরেছেন।
দ্বিতীয় অধিবেশনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন জেলা প্রশাসকরা।
বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনা বাড়ানো, পানি ও স্থানীয় জলাশয় সংরক্ষণ এবং কৃষি সমবায়ের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলের মানুষের আধুনিক জীবন-যাপনে সেখানে বিদ্যুৎ ও পানি সংকটসহ নানা সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগের সাথে মূল্যায়ন সভায় বসবেন জেলা প্রশাসকরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা