পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তাঁর স্ত্রী চিকিৎসক রেশমা মজুমদারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। সংস্থার সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানিয়েছে সংস্থাটি।
অনুসন্ধান প্রতিবেদনে প্রকৌশলী মো. আবদুস সালামের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকার সম্পদ অজানা উৎস থেকে আয়ের অভিযোগ আনা হয়েছে, যেখানে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারা অনুসারে মামলা রুজুর অনুমোদনের কথা বলা হয়েছে।চিকিৎসক রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি তাঁর স্বামী আবদুস সালামের অবৈধ উপায়ে অর্জিত ১ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকা নিজের নামে দেখিয়ে স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। ওই সম্পদ তিনি (শম্পা) তাঁর নিজের আয়কর নথিতেও দেখিয়েছেন।
NB:This post is copied from prothomalo.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা