অনলাইন ডেস্ক
রোববার (২৭ আগস্ট) আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ওপেনার তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর নতুন করে ওয়ানডের নেতৃত্বে এসেছেন সাকিব। তবে এশিয়া কাপের আগেই ডিপিএলে সাকিবের দল পরিবর্তনের খবর সামনে এলো।
মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান সাব্বির ফেসবুকের পোস্টে লিখেন, ‘এটা আনুষ্ঠানিক যে সাকিব এ বছর মোহামেডানের হয়ে ডিপিএলে খেলবেন না।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে গুঞ্জন অনুযায়ী, আগামী ২ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে। এ ছাড়া এ বছর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবকে নতুন ঠিকানায় দেখা যাবে। ফরচুন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে ২ বছরের চুক্তি সাক্ষর করেন বাংলাদেশ অধিনায়ক।
গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছিলেন সাকিব। দলটির হয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে ৪ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছিলেন সাকিব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা