অ্যামাজন বনে ভয়াবহ দাবানলের পেছনে হলিউড সুপারস্টার ও পরিবেশকর্মী লিওনার্দো ডিক্যাপ্রিওকে দায়ী করেছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
তিনি বলেছেন, ডিক্যাপ্রিও একটি অলাভজনক প্রতিষ্ঠানকে টাকা দিয়ে এ আগুন লাগিয়েছেন। খবর আলজাজিরার।
ব্রাজিলের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেন, আগুনের ছবি তুলে তা দেখিয়ে অর্থ সংগ্রহের জন্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) অগ্নিনির্বাপকদের টাকা দেয়। তিনি অভিযোগ করেন, এর মধ্যে ডিক্যাপ্রিও ৫ লাখ ডলার প্রদান করেন।
বোলসোনারো গত শুক্রবার তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, লিওনার্দো ডিক্যাপ্রিও শান্ত মানুষ, কিন্তু তিনি অ্যামাজনকে অত্যাচার করতে টাকা দিয়েছেন।’
ডিক্যাপ্রিওর পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ‘আর্থ অ্যালায়েন্স’ গত জুলাই ও আগস্ট মাসে অ্যামাজনে লাগা আগুন নেভাতে ৫ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন। ব্রাজিল প্রেসিডেন্টের করা অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিনেতা। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তদন্তে যে দুই অলাভজনক প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, তিনি তাদের অর্থ দেননি।
ডিক্যাপ্রিও আরও বলেন, সহায়তা পাওয়ার মতো হলেও ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা অর্থ প্রদান করিনি। আমি গর্ব করি, এই অপূরণীয় ক্ষতিগ্রস্ত বনটির পাশে আমি দাঁড়াতে পেরেছিলাম।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা